কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ হাইকমিশন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৮ মার্চ ২০২৫
আগামী ৭ এপ্রিল থেকে হাইকমিশনের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আগামী ৭ এপ্রিল থেকে হাইকমিশনের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে।

নতুন চ্যান্সারি ভবনটি কুয়ালালামপুরের লোরং ইয়াপ ক্বান সেং ৫০৪৫০ এর ৮ নং ভবন। নতুন এ ঠিকানায় সব ধরনের কনস্যুলার কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ সব প্রবাসী বাংলাদেশিকে উল্লেখিত নতুন ঠিকানায় আসার অনুরোধ জানিয়েছে।

নতুন ঠিকানায় হাইকমিশনের কার্যক্রম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে-
ফোন: ৬০৩-২৬০৪ ০৯৪৬ / ৪৮ / ৪৯
ফ্যাক্স: ৬০৩-২৬০৪ ০৯৩৪ / ২৬০৪ ০৯৩৫
ইমেইল: mission.kualalumpur@mofa.gov.bd
ওয়েবসাইট: kualalumpur.mofa.gov.bd
বাংলাদেশ হাইকমিশন কর্তৃক দেওয়া গুগল ম্যাপ লোকেশন লিংক:
maps.app.goo.gl/RjCLXQazJKrTLggV9?g_st=aw

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাইকমিশন কর্তৃপক্ষ প্রবাসীদের নতুন ঠিকানায় যথাযথ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কেএসআর/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com