রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন ফখরুল-খসরু

ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপির দুই নেতা।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল জানান, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল রোববার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত রয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কি না বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেএইচ/এমএইচআর/জেআইএম