দ্বীন কায়েমই আমাদের একমাত্র উদ্দেশ্য: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

দ্বীন কায়েমই আমাদের একমাত্র উদ্দেম্য, তাই জীবনের শেষদিন পর্যন্ত অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে ছাত্র আন্দোলনের সদ্য বিদায়ী সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে ছাত্র আন্দোলনের সদ্য বিদায়ী ছাত্রনেতাদের নিয়ে এক প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিল না, এখনও নেই। সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও বিরুদ্ধবাদী কুফরী শক্তির হাত থেকে রেহাই পাননি। তাদের কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। বিশ্বনবী (সা.) কে তা থেকে রেহাই দেওয়া হয়নি বরং কাফেরদের নির্মম নির্যাতনে তাকে জন্মভূমি থেকে মদিনায হিজরত করতে হয়েছে। ইতিহাসের সে ধারাবাহিকতায় স্বৈরাচারী ও ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষ নেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনায় ছিল তাদের বড় অপরাধ। তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই। কারণ, এ আমাদের প্রত্যেকের ওপরই ফরজ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।

এএএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।