বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ইসলামী আন্দোলনের মোসাদ্দেক বিল্লাহর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী/ছবি সংগৃহীত

গত ২৪ জানুয়ারিতে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বার্তায় তিনি বলেন, গত ২৪ জানুয়ারি রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আমি বিশেষ অতিথির বক্তব্য প্রদান করি। আমার সেদিনের বক্তব্য বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। ফলে জনগণের মাঝে ভুল বুঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে। আমি সম্পূর্ণরূপে কোরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য উপস্থাপন করেছি। তদুপরি আমার এরূপ বক্তব্য কোনো বিশেষ ব্যক্তি বা মহলের মনোকষ্টের কারণ হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসারের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে তাদের এ ভূমিকা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ ৷’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।