তিব্বতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৮ জানুয়ারি ২০২৫

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে প্রবল ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি, তিনি যেন ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন।

আরও পড়ুন: 

তিনি বলেন, প্রলয়ংকরী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীর প্রতি এই দুঃসময়ে গভীর সহানুভূতি জানাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আমি ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

কেএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।