নূরুল ইসলাম বুলবুল

সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচন দেশের মানুষ চায় না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৬ জানুয়ারি ২০২৫

জনগণ যেমন তাদের প্রতিনিধির হাতে দেশের শাসনভার তুলে দিয়ে চায়, তেমনি কোনো সংস্কার সংশোধন ছাড়াই তড়িঘড়ি করে কেবল নির্বাচন দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকায় শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশজুড়ে চলমান শৈতপ্রবাহে কষ্টে থাকা বঞ্চিত অসহায় নগরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করছে জামায়াত।

তিনি বলেন, একেবারে কোনো সংস্কার ছাড়াই আগের নিয়মে আবার কেউ দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনুক এটা জনগণ দেখতে চায় না। এজন্যই আমরা বলি, অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে সব সেক্টরে একটি শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে সর্বক্ষেত্রে নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করবে। নাহলে জনগণ আবারো প্রতারিত হওয়ার পরিস্থিতিতে পড়তে পারে।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমান সরকার সংস্কারের অনেকগুলো কমিটি করেছে। সেই কমিটিগুলো আগামী ১৫ জানুয়ারির মধ্যেই রিপোর্ট দেবে আশা করছি। শুধু নির্বাচন কমিশনই নয়, জনগণের প্রয়োজন হচ্ছে পুরো রাষ্ট্রের সংস্কার।

লালবাগ থানা জামায়াতের আমির ড. শামীমুল বারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মু. আবুল খায়েরের সঞ্চালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক হাফেজ এনায়েতুল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এএএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।