খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন অলি, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫
খালেদা জিয়ার বাসভবন ফিরোজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি। প্রায় সোয়া ঘণ্টা পর বের হন ৭টা ৫৫ মিনিটে।

এদিকে সন্ধ্যা ৭টার পর থেকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরোজায় প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দলটির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, খন্দকার ড. মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান প্রবেশ করেন।

আরও পড়ুন: রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির নেতাদের বৈঠক

চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডন যাবেন খালেদা জিয়া। তার সফর সামনে রেখেই নেতাদের দিকনির্দেশনা দেবেন তিনি, এমনটা জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

কেএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।