শিবির নেতা সাদিকের ফেসবুক সচল, ডিঅ্যাক্টিভ হাসনাত-সারজিসের আইডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আবু সাদিক কায়েম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি ফিরে পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে সাতটার দিকে তার আইডি সচল হয়। এরপর তিনি ফেসবুকে একটি পোস্টও করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফিসহ বেশ কয়েকজনের আইডি এখনো ডিঅ্যাক্টিভ। তারা এখনো জনপ্রিয় এ সামাজিক মাধ্যমে ফিরতে পারেননি।

এদিকে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যক্তিগত আইডিটি সচল রয়েছে।

এর আগে বুধবার বিকেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, ক্র‍্যাক প্লাটুন নামে হ্যাকার গ্রুপ শিবির নেতা সাদিক কায়েম, এক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের আইডিতে সাইবার আক্রমণ চালিয়েছে।

তাছাড়া সাইবার হামলার আশঙ্কায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্যরা তাদের আইডি ডিজেবল করে রেখেছেন।

এএএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।