প্রশ্ন এ্যানির
‘মার্চ ফর ইউনিটি’র নামে সমাবেশ কেন, কার স্বার্থে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ নামে যে সমাবেশ করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ইউনিটি বা ঐক্যের নামে এ ধরনের সমাবেশ ও সেখানে দেওয়া বক্তব্যগুলো ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য সহায়ক কি না এবং কার স্বার্থে মার্চ ফর ইউনিটি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্দেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গোটা দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন হঠাৎ ‘মার্চ ফর ইউনিটি’? আপনারা তো বিএনপি মহাসচিবসহ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্য করতে বলেছিলেন। ঐক্যর আহ্বান জানিয়ে যখন ‘মার্চ ফর ইউনিটি’র কথা বলেন তখন আমাদের কষ্ট লাগে। আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কার স্বার্থে মার্চ ফর ইউনিটি করছেন? আমাদের বৃহত্তর স্বার্থে শেখ হাসিনার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরাও ঐক্য চাই, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার আমরাও চাই।
এ্যানি আরও বলেন, মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ্য করেছি, তাদের মুখ থেকে কী ধরনের বাক্য এসেছে, কী ধরনের বক্তব্য এসেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ (শরীরী ভাষা) কী ছিল। কী কারণে ইউনিটির নামে মিটিং করতে হয়, এটিই আমাদের প্রশ্ন।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, মার্চ ফর ইউনিটির সমাবেশে বেশ কিছু পোস্টার দেখলাম। কোনটিতে ‘ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা’, ‘কাদের+মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নাই’, ‘চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা’ ইত্যাদি লেখা ছিল। ইউনিটির সমাবেশে আপনাদের (বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে) মধ্যে কেন এ ধরনের পোস্টার বা বক্তব্য আসবে?
আরও পড়ুন
জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমিত হবে বলেও জানান তিনি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমকেআর/এমএস