কারওয়ান বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে তার ফাঁসি দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের গোলচত্বরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভে এ দাবি করা হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, তেজগাঁও থানা ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ মিলন, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, মহানগর উত্তর ছাত্রদল নেতা এ এইচ সাব্বির আজাদ, বিমানবন্দর থানা ছাত্রদরের রমিজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার সাপোর্টে তিন মাস দেশে ছিলেন এবং কারা তাকে দেশের বাইরে পালাতে সাহায্য করলেন? সচিবালয়ে কারা আগুন ধরালো? সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখনো কেন তথ্য খুঁজে বের করতে পারছে না?

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।