জুলাইয়ে আহতদের নিয়ে জামায়াতের স্মৃতিচারণ
জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ববরণকারীদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় জুলাইয়ের বিপ্লবে অংশ নেওয়া আহত ৩০০ জন অংশ নিয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকার ফারস হোটেলে আহতদের নিয়ে ‘জামায়াতের প্রেরণার গণঅভ্যুত্থান’ শীর্ষক অনুষ্ঠানে আহতরা কেউ স্ট্রেচারে, কেউ লাঠি ভর করে, কেউ খুড়িয়ে আর কেউবা চোখে কালো চশমা দিয়ে উপস্থিত হন।
অনুষ্ঠানে আহতরা অভ্যুত্থানের নানা ঘটনা তুলে ধরেন। আহত ছাত্র, দিনমজুর, রিকশাচালক ও শ্রমিকদের স্মৃতিচারণ ও ক্রন্দনে সভাস্থলে আবেগপ্রবণ অবস্থার সৃষ্টি হয়।
- আরও পড়ুন:
জুলাইয়ে সারাদেশে নিহত ৬৬৫ : নিখোঁজ ৫৮
জুলাইয়ে সড়কে ঝরলো ৫৭৬ প্রাণ, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা
আহতরা উন্নত চিকিৎসা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেন। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
এএএম/এমআরএম