খেলাফত মজলিসের সাধারণ অধিবেশন শনিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৪

খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

খেলাফত মজলিশ জানিয়েছে অধিবেশন বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খেলাফত মজলিসের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে আয়োজিত অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

অধিবেশনে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

এএএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।