ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনটির একটি প্রতিনিধিদল গুলশানে এসেছিল।

সাক্ষাৎকালে মির্জা ফখরুল বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা সবার দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে, তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানান শায়রুল।

১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের।

কেএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।