আগুনে পোড়া কড়াইল বস্তি পরিদর্শনে সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পরিকল্পিতভাবে গোষ্ঠী বিশেষ বস্তিবাসীর ওপর অত্যাচার চালিয়ে এসেছে। সে ধারাবাহিকতায় কড়াইল বস্তিতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এসব অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। সবগুলো ছিল রহস্যজনক।

তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

এসময় তিনি অগ্নিদুর্গত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে একান্তে কথা বলেন। তিনি তাদের ক্ষয়-ক্ষতি ও সমস্যার কথা শোনেন এবং জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় মহানগর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, থানার কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন প্রমুখ।

এএএম/এমএইচআর


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।