তাবলিগের দু’পক্ষকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
তুরাগ তীরে বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান কামনা করেন।
বুধবার তার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।
এতে তিনি লেখেন, মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন।
জামায়াতের আমির আরও লেখেন, আল্লাহ তায়ালা আহত ভাইদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। দেশ এবং উম্মাহর স্বার্থে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
এএএম/জেএইচ