২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ : তোফায়েল


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৪

আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে ভোলার বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে বিটিভির সুর্বণ জয়ন্তী উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে কেউ কেউ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। তাঁর সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তোফায়েল আহমেদ বলেন, যে মুহূর্তে বাংলাদেশ এগিয়ে চাচ্ছে সে সময় বেগম খালেদা জিয়া যে হীন রাজনীতি শুরু করেছেন তা দেশের জনসাধারণ সমর্থন করে না।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, প্রবীণ সাংবাদিক বিটিভি প্রতিনিধি মো. আবু তাহের উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।