রাষ্ট্রপতির অনুষ্ঠানে গিয়ে মোবাইলফোন হারালেন মির্জা আব্বাস
বঙ্গভবনের রাষ্ট্রপতির অনুষ্ঠানে গিয়ে নিজের মোবাইলফোন হারিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
- আরও পড়ুন
গণতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই: আমীর খসরু
বিএনপির বিজয় দিবসের কনসার্ট মঞ্চ ভেঙে আহত বেশ কয়েকজন
তিনি বলেন, রাষ্ট্রপতির আমন্ত্রণে আজ বঙ্গভবনে অনুষ্ঠানে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে তিনি তার মোবাইলফোন হারিয়ে ফেলেন। মির্জা আব্বাস যে চেয়ারে বসে ছিলেন তার পাশের চেয়ারে মোবাইল ফোন রাখা ছিল বলে জানান তিনি।
এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। খালেদা জিয়া অনুষ্ঠানে না গেলেও বিএনপির পক্ষ থেকে এক প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, নাসির উদ্দিন অসিম ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
কেএইচ/কেএসআর