জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেননি: ড. মাসুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজানো মামলায় জামায়াত নেতাদের হত্যা করেছেন। আজ শেখ হাসিনা নিজেই গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধের প্রকৃত আসামি। জামায়াতে ইসলামীর একজন নেতাকর্মীও মানবতাবিরোধী অপরাধ করেননি।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

ড. মাসুদ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ আলোর পথ পায়নি। অন্ধকার জগত থেকে বাংলাদেশকে বের করে আলোর জগতে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোকিত বাংলাদেশ গড়তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে।

ড. মাসুদ আরও বলেন, একজন বিবেকবান আইনজীবী কি বলতে পারবেন মানুষের তৈরি আইনে ন্যায়বিচার হয় বা হয়েছে? যদি ন্যায়বিচার হতো তাহলে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে ভারতের পরামর্শে শেখ হাসিনার সাজানো মামলায় সবাই মুক্ত পেতো। কেন সাক্ষীদের আদালতে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি? কেন আদালত থেকে সাক্ষীকে গুম করে নিয়ে যেতে হলো? এর কারণ ন্যায়বিচার ছিল না।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী নয়। জামায়াতে ইসলামী মর্যাদাশীল স্বাধীনতার পক্ষে। বাংলাদেশের স্বাধীনতাকে ভারত যদি বিশ্বাস করতো, তাহলে তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত হানতো না।

বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠুর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল বাতেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মশিউল আলম, যুগ্ম মহাসচিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী প্রমুখ।

এফএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।