ইউপিতে বিজয় ছিনিয়ে নেয়া হচ্ছে : জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব রুহুল অামিন হাওলাদার বলেছেন, স্থানীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে নেয়া হচ্ছে। ব্যাপক সংঘাত আর প্রাণহানির মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এমন সংঘাত আর সহিংসতার মধ্যেও আমাদের নেতাকর্মীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন।
শনিবার জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও পাশের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। বেলা সোয়া ১০টার দিকে দলের চেয়ারম্যান এরশাদ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
রুহুল আমিন বলেন, এরশাদ কথা এবং রাজনীতি বিশ্বাসী নন। তিনি কাজে বিশ্বাস করেন। এরশাদের সময় যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের সময় হয়নি। দেশকে এগিয়ে নিতে হলে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে এরশাদের ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প নেই।
রুহুল অামিন সকল ভেদাভেদ ভুলে সকলকে এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান।
এএসএস/বিএ/এমএস