জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা দিলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিএনপি/ছবি-সংগৃহীত

জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। দলীয় নয়, পেশাদারত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন প্রস্তাব রেখেছে দলটি।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবপত্র জমা দেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও দলটি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রস্তাবে, প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন:

এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসন ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।’

দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথাও বলা হয়েছে প্রস্তাবনায়।

আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ইসমাইল জবিউল্লাহ।

কেএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।