চট্টগ্রামে যুবলীগ নেতাকে পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪
যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে আটক করে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগ্রাবাদ এলাকা থেকে তাকে জনতার হাত থেকে নিজেদের হেফাজতে নেয় ডবলমুরিং থানা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে আগ্রাবাদ এলাকার একটি শপিং সেন্টারে দেখে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ খোকাকে আটক করে থানায় নিয়ে যায়।

এমডিআইএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।