সাংবাদিককে লাঞ্ছনায় সিদ্ধিরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন /ছবি সংগৃহীত

মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিককে আঘাত ও লাঞ্ছিত করার অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙুলি দেখিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, এদিন দুপুর ১২টায় আসিয়ান পরিবহনের একটি বাসে গুলিস্তান থেকে ফেরার পথে চালকের সঙ্গে তর্কে জড়ান বিএনপির এই নেতা। পরবর্তীসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় অংশে পৌঁছালে ইকবালের ২৫-৩০ জন অনুসারী বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালান। তখন সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।