তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। এছাড়া আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সদস্য সচিব আবু হোসেন বাবু।

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, সদস্য মাসুদ অরুণ, সদস্য আমজাদ হোসেন।

মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক কিশোর, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকুনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহেদ হাসান টগর, যুগ্ম আহ্বায়ক পিকুল খাঁন ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

কেএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।