লন্ডন থেকে দেশের পথে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন। তিনি বৃহস্পতিবার এসে পোঁছাবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর টার্মিনালে বিএনপি নেতারা মহাসচিবকে বিদায় জানান। তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১টা ৩০ মিনিট পোঁছাবেন।
এর আগে ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যান মির্জা ফখরুল।
সেখানে তিনি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
কেএইচ/জেডএইচ/