খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা, লজ্জা হয় না: ভারতকে ফারুক
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনও মানবতার কথা বলেন, আপনাদের লজ্জা হয় না। আপনারা গণতান্ত্রিক দেশ হলে শেখ হাসিনাকে আজকেই পাঠিয়ে দিন। সেটা না করে এত প্রেম কিসের? এত ভালোবাসা কিসের? আপনাদের লজ্জা হওয়া উচিত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মাথার ওপর একটা ভূত চেপে আছে ভারত। এরা কখনও চায় না বিএনপি ক্ষমতায় আসুক। এরা কখনও চায় না খালেদা জিয়া ক্ষমতায় যাক। এরা চায় না তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্রের পক্ষে কাজ করুক। তাই আমি বলবো ষড়যন্ত্র এখনও চলছে। কোথায় চিন্ময়, তার জন্য তাদের এত দরদ। ভারতে সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের দিকে তাদের কোনো লক্ষ্য নেই। আপনারা চিন্ময়ের জন্য বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ঘেরাও করেন। লজ্জা হয় না আপনাদের, নিজেদের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করেন।
আরও পড়ুন
- ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি: আসিফ
- পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা তৃণমূল নেতার
- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশদের পদযাত্রা শুরু
ফারুক বলেন, ‘দেশের স্বাধীনতা রক্ষার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে মঈন-ফখরুদ্দীনের অবস্থা বাংলাদেশে না হয় সে কথাগুলো স্মরণ করে দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এ বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এখন ইস্যু একটা যারা ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে তারা এখন পলাতক। এ মুহূর্তে দরকার তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনা। তারেক রহমানের দেশে ফেরার পথ যেন কঠিন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।
কেএইচ/এমএএইচ/