স্বাধীনতা বিরোধীদের সমুচিত জবাব দিতে চাই : মায়া


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

স্বাধীনতার মাসে রক্তের বিনিময়ে স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জয়বাংলা মুক্তিযুদ্ধা লীগ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি, ক্ষমতায় এসেছি। আর এই স্বাধীনতার মাসে রক্তের বিনিময়ে স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দিতে চাই।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সময় এসেছে নৈরাজ্য সৃষ্টিকারিদের জবাব দেওয়ার। আর চুপ করে বসে থাকলে হবে না। স্বাধীনতাবিরোধীদের কতটুকু জোর-ক্ষমতা আমরা দেখতে চাই। তাদের সকল নৈরাজ্যের জবাব দিতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বলি, ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস। আর তারা নাকি ওইদিন ঢাকা শহর দখল করবে। পরিস্কার ঘোষণা দিতে চাই, এই ঢাকা মুক্তিযোদ্ধা ও শন্তিকামী মানুষের শহর। আল-বদর আর রাজাকারদের বাংলাদেশে জায়গা নাই। যারা এদের রক্ষা করে (বিএনপি), তাদের ঢাকা শহরে দাঁড়াতে দেওয়া হবে না। ঢাকা শহর থাকবে শেখ হাসিনার কর্মীদের দখলে।

তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। একবার নয়, দুই বার নয়, বারবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে বিএনপি। এখনও ষড়যন্ত্র চলছে। তাদের এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, খালেদা জিয়া তার ছেলেকে বাধা না দিয়ে উস্কানী দিচ্ছেন,তিনি বাহবা দিয়ে আরও উচ্চকণ্ঠে মিথ্যাচার করছেন। এই ষড়যন্ত্রের জন্য মা-ছেলে দুজনই দায়ী।

সংগঠনের সভাপতি নিজামুদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।