সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য গড়তে আমরা একমত: সাকি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে একমত থাকার কথা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, আমরা মনে করি সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করবে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আমরা বলেছি ঐক্যের প্রকাশ হিসেবে সারাদেশে একটা দিবসে জাতীয় পতাকা হাতে আমরা দাঁড়াবো। এ বিষয়ে হয়তো দ্রুত সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশের বিষয়ে ভারতসহ বিভিন্ন জায়গা থেকে ‘মিস ইনফরমেশন যুদ্ধ’ চলছে বলেও দাবি করেন তিনি।

সাকি বলেন, আমরা বলেছি সত্য দিয়ে এই যুদ্ধে জয়ী হতে হবে। ফ্যাসিবাদকে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হবে। সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সম্প্রীতি স্থাপনের মাধ্যমে জবাব দিতে হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ঐক্য নিশ্চিত করতে হবে।

কেএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।