ছাত্রদল সভাপতি
জাতীয় সরকারের মাধ্যমেই শেখ হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রুপরেখা চাচ্ছি। জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে। রূপরেখা দেওয়ার মাধ্যমেই বরতমানের পরিস্থিতি ৮০ শতাংশ নিরসন হবে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম বলেন, যারা আজও প্রতিবিপ্লবের স্বপ্ন দেখে, সোস্যাল মিডিয়ায় অপপ্রচারে লিপ্ত তাদের সংস্কার করা হচ্ছে না কেনো। সরকারের দায়িত্ব হলো ছাত্রদের পড়ালেখা নিশ্চিত করা।
যদি কোথাও বিশৃঙ্খলা সষ্টি হয় তাহলে সেখানে ছাত্রদের কেনো যেতে হবে।
ছাত্রদল সভাপতি বলেন, ২০০৫ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে আজকের এই ছাত্র ঐক্য প্রচেষ্টার মিলনমেলায় বলতে চাই জগন্নাথ যতদিন থাকবে বিশ্বজিত থেকে সাজিদ সবাই মনে রেখেই চলতে হবে।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, এই জাতি যতদিন টিকে থাকবে ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে সেই দোয়া আল্লাহ তায়ালার কাছে করছি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতারা।
আরএএস/এমআইএইচএস/জেআইএম