চট্টগ্রাম মহানগরে বিএনপির মেয়াদোত্তীর্ণ ৫৮ কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪
মেয়াদোত্তীর্ণ ৫৮ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম মহানগর কমিটির অধীন ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করে মহানগর বিএনপি। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, চলতি বছরের ৭ জুলাই চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্র (কেন্দ্রীয় কমিটি)। এতে এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়। পরবর্তী সময়ে ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, মহানগর বিএনপিকে ঢেলে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের এই ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলকে তৃনমূলে সুসংগঠিত করার গুরুদায়িত্ব দিয়েছেন। তারই আলোকে আজ আমরা সর্বসম্মতভাবে মেয়াদ উত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।

এরশাদ উল্লাহ আরও বলেন, বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মো. খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মন্জুর আলম মন্জু প্রমুখ।

এমডিআইএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।