শেখ হাসিনাকে ফেরানোসহ ৬ দফা দাবি জাতীয় নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাসহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এসব দাবিতে ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক সংগঠনটির ৬ দফা দাবি হলো

১. ভারতের সঙ্গে করা সব চুক্তি উন্মোচন করতে হবে। অসম ও পরিবেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে।

২. ভারত-বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

৩. দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

৪. গত ১৫ বছরে হিন্দু, বৌদ্ধসহ সব সম্প্রদায়ের ওপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে।

৫. পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকরী ভূমিকা নিতে হবে।

৬. অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে আরও ৪৫ জনকে কমিটিতে যুক্ত করা হয়। বর্তমানে কেন্দ্রীয় কমিটির মোট সদস্য সংখ্যা দাঁড়ালো ১০৭ জন। রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি।

এনএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।