তারেক রহমান খালাস পাওয়ায় নয়াপল্টনে আনন্দ মিছিল
২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ-স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
আনন্দ মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল মোড় হয়ে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আনন্দ মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি জাহিদ হোসেন, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
কেএইচ/এসআইটি/জিকেএস