দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, সরকারকে ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৪
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, এ দেশের জনগণের দাবি, আমাদের দাবি, গণতন্ত্রকামী দলগুলোর দাবি- অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা কর‌ছে, এদের রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ভারতের দালাল, তাদের শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্যা হিস্যা আনতে পারেনি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত।

তিনি বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে- তারা দেশের আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানাচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ রিকশাওয়ালা হয়ে আসে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা বাকশাল কায়েম করেছে, যারা ব্যাংক লুট করেছে, যারা এ দেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে- অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার। আপনি তো কোনো দলের সরকার নন। কারও চোখের দিকে তাকিয়ে নয়, দেশের জনগণের কথা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেন। দলটির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

কেএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।