চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়ে সিপিবির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বিবৃতিতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যার এ ঘটনায় আমরা মর্মাহত, শোকাহত ও বিক্ষুব্ধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করুন, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করুন, দ্রুত জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।