বৈষম্য থেকে মুক্তি পেতে দরকার শাসন ব্যবস্থার পরিবর্তন: বাসদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে লাল পতাকা মিছিল করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে চট্টগ্রাম জেলা শাখা।

শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পুরাতন বটতলী রেলস্টেশন চত্বরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইনচার্জ আল কাদেরী জয়। বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরাম সদস্য ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শ্রমিক নেতা খালেকুজ্জামান লিপন, জেলা সদস্য স ম ইউনুচ, আহমদ জসীম, ইজিবাইক সংগ্রাম পরিষদে চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মনির হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বাসদ জেলা সদস্য মহিন উদ্দিন, নুরুল হুদা নিপু, শ্রমিক নেতা নুরুল ইসলাম মাস্টার, ফিরোজ আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১০৭ বছর আগে রাশিয়ার শ্রমিকশ্রেণি সর্বহারা বিপ্লবের মাধ্যমে নির্মাণ করে প্রথম মেহনতি মানুষের রাষ্ট্র। ব্যক্তি মালিকানার সমাজ পাল্টিয়ে আমাদের নির্মাণ করতে হবে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ প্রতিষ্ঠালগ্ন থেকেই ঘোষণা করে শ্রেণিবিভক্ত সমাজে শোষণের উচ্ছেদ ছাড়া বৈষম্য নিরসন ও মানুষের মুক্তি সম্ভব নয়।

আরও পড়ুন

বক্তারা আরেও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের জনগণ পরাজিত করেছিল, কিন্তু সচেতন নেতৃত্বের অভাবে শোষিতশ্রেণি বিজয় ধরে রাখতে পারেনি। ক্ষমতায় এসেছে বুর্জোয়াশ্রেণি ও তার সহযোগীরা। এরা দুর্নীতি ও লুটপাট করে দেশের সম্পদ পাচার করেছে, মেগা প্রকল্পের নামে বিদেশি ঋণের জালে দেশকে বেঁধে ফেলেছে, নিবর্তনমূলক কালো আইনে জনগণের কণ্ঠ রুদ্ধ করেছে। ব্যবসায়ী তোষণ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযন্ত্রণা বাড়িয়েছে। ন্যায্য মজুরি থেকে শ্রমিক এবং ফসলের ন্যায্যমূল্য থেকে কৃষককে বঞ্চিত করেছে। নির্বাচনকে ভোট ডাকাতি ও টাকার খেলায় পর্যবসিত করেছে আর সংসদকে বানিয়েছে ব্যবসায়ীদের বিনোদন ও ব্যবসার ভাগ বাটোয়ারার প্রতিষ্ঠানে।

বাসদ নেতারা আরও বলেন, শ্রমিক-কৃষক দেশে সম্পদ তৈরি করে, প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা পাঠায় আর শোষকশ্রেণি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে। গত ৫২ বছরে বুর্জোয়াদের শাসনে এই লুণ্ঠন তীব্র থেকে তীব্রতর হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে চাই বাম বিকল্প শক্তি।

সমাবেশের আগে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবি নিয়ে মিছিল বের হয়।

এমডিআইএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।