১৪ নেতাকর্মী নিয়ে ধানমন্ডিতে ছাত্রলীগের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

১৪ নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে ২৭ নম্বর সড়কে করা ওই মিছিলের ভিডিও গণমাধ্যমকেও পাঠিয়েছেন তারা।

প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ‌‘প্রহসনের বিচার, মানি না মানবো না’ এমন লেখা সম্বলিত একটি ব্যানার নিয়ে তারা মিছিলটি করেন। মিছিলে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রসহনের বিচার মানবে না বলেও জানিয়ে দেন তারা।

এতে অংশ নেন ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম (তারেক), সহ-সভাপতি মিজানুর রহমান জনি, তামান্না জেসমিন রিভা, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, উপ-মানবাধিকার সম্পাদক সেলিম রেজা, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আদনান হাবিব খান (আদর), ইডেন কলেজ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রিতু, ঢাকা মহানগর দক্ষিণের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকিল, উপ-আইন বিষয়ক সম্পাদকশেখ রওনক আহমেদ, ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী জাহিদ হাসান, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগরে কর্মী মাহবুব, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পিয়াস ও জয়পুরহাট জেলা ছাত্রলীগের কর্মী হামিম মোল্লা।

এসইউজে/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।