গুলিস্তানে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১০ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েতের (সমাবেশ) ঘোষণা দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৯ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।

নিজের ফেসবুকে তিনি কর্মসূচির একটি ফটোকার্ড শেয়ার করেন। একই ফটোকার্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

এর আগে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেন, ‘সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নেই। শহীদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ..’

আরও পড়ুন:

এদিকে, এর আগে গুলিস্তানে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির এই সমাবেশ ঘিরে কঠোর হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তারও আগে আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লেখেন, তারা কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।