আওয়ামী লীগ ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

বিদেশে সফররত অন্তর্বর্তীকালীন দুই উপদেষ্টার সঙ্গে যে আচরণ আওয়ামী লীগ করেছে তাকে ফ্যাসিবাদের চরিত্র উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা তাদের ফ্যাসিবাদী চরিত্র থেকে এখনো বের হতে পারেনি।

শুক্রবার (৮ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার নিন্দা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও প্যারিসে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে অনুরূপ যে আচরণ হয়েছে তাতে প্রমাণ হয়, আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি।

তিনি আর লিখেছেন, স্বতঃসিদ্ধ কথা- ‘কয়লা ধুইলে ময়লা যায় না’।

এএএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।