ধানমন্ডিতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানমন্ডিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ধানমন্ডি থানা যুবদল।

শনিবার (৯ নভেম্বর) ধানমন্ডির রবীন্দ্র সরোবর সংলগ্ন লেকপাড়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, ধানমন্ডিকে বসবাস উপযোগী করে তোলা এবং সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়ার ক্ষেত্রে আমাদেরই ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি। বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ যখন বিপথগামী, সেই সময়ে ধানমন্ডি থানা যুবদলের নেতাকর্মীরা ভালো কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

কেএইচ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।