ইসি গঠনে সার্চ কমিটিকে ছয়জনের নাম দিলো গণঅধিকার পরিষদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে ছয়জনের নামের তালিকা দিয়েছে গণঅধিকার পরিষদ। প্রধান নির্বাচন কমিশনার পদে তিনজন এবং নির্বাচন কমিশনার পদে তিনজনের নাম বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী ও সাবেক সচিবের নাম প্রস্তাব করা হয়েছে বলেও জানিয়েছেন রাশেদ খান।

তিনি বলেন, নির্বাচন কমিশন এমন মানুষদের নিয়ে গঠন করা দরকার। যারা প্রকৃতপক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। আমরা চাই না এমন কোনো মানুষদের নিয়ে এ কমিশন গঠন করা হোক যারা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করে।

রাশেদ খান বলেন, ‘আমরা চাই কমিশন এমন মানুষদের নিয়ে গঠিত হোক যারা প্রকৃতপক্ষে এ নতুন বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করতে পারবে। হাজারো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এমন একটি বাংলাদেশ দেখার জন্য যেখানে গণতন্ত্র থাকবে। কিন্তু আমাদের গণতন্ত্র বারবার শুধু নির্বাচন কমিশনের কারণেই হোঁচট খেয়েছে।’

‘কোনো দলের লেজুরবৃত্তি করেন, কোনো দলের রাজনীতি করেছেন এমন কোনো ব্যক্তিকে এ কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়। অতীতে ছাত্র রাজনীতি করেছেন এমন কোনো ব্যক্তিকেও এ কমিশনে নিয়োগ দেওয়া যাবে না বলেন রাশেদ।

এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে ন্যূনতম আঁতাত ছিল এবং আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত ছিল এরকম কোনো আমলাকেও যেন কমিশনে নিয়োগ না দেওয়া হয় সেই দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, অতীতে আমরা শুধু আমলাকেন্দ্রিক নির্বাচন কমিশন দেখেছি, এবার আমরা সেটি চাই না। আমরা চাই এ কমিশনে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়োগ দিতে হবে।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।