নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার কমিটি গঠন করা হয়েছে। এতে রাফায়েতুল হক তমালকে আহ্বায়ক ও মো. শাফায়েতকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, আশরাফুল আলম জেনী, মো. শাকিব, হাসিবুর রহমান শাহবাদ, আঁখি খানম, নবাব মোল্ল্যা ও তুহিন মোল্ল্যা। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে, আব্দুর রহমান মেহেদী, শুভ মোল্ল্যা, আমিরুল ইসলাম, পরশ আহম্মেদ জয়, মেহেদী হাসান,বাঁধন মল্লিক এবং সাইকা সিদ্দিকা।

মূখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু, সংগঠক মিনহাজুল ইসলাম, শেখ মুনাইম, মো. আলহাজ মোল্ল্যা। মুখপাত্র নুসরাত জাহান এবং সদস্য হিসেবে ৩১ জনকে পদ দেওয়া হয়েছে।

এনএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।