কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০২ নভেম্বর ২০২৪

বিভিন্ন মহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক কর্মসূচি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বিভিন্ন মহলে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির বিষয় জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমার কথা বহু আগে স্পষ্ট করেছি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এটা তো আরেকটা চক্রান্ত শুরু হয়েছে। অনিশ্চয়তা অস্থিরতার জন্য এ ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যেটা কোনো ইস্যু না সেটাকে ইস্যু তৈরি করা হচ্ছে। এটা সম্পর্কে সজাগ ও সচেতন হওয়া দরকার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় হলে জানাবো।

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দাবি জানিয়েছেন সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সময় হলে জানাবো, জানতে পারবেন।

কেএইচ/এমআইএইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।