জুনের মধ্যে নির্বাচন চায় এলডিপির একাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

সংস্কার শেষ করে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ এলডিপি (একাংশ)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর আসাগগেটে দলের নতুন চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন।

এদিন বিকেলে এলডিপির এ অংশের নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে এলডিপির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন সেলিম।

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, চারদিকে নানান চেহারায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের দেখা যাচ্ছে। সব দলমত নির্বিশেষে ফ্যাসিজম বিদায়ের যে শুভলগ্ন, যে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন দেশ নির্মাণের সম্ভাবনা সামনে এসেছে, তখনই গণতন্ত্র নিয়ে নানান গোষ্ঠী নানান চক্রান্ত শুরু করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ।

কেএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।