সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন

কচুক্ষেতের ঘটনা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

ঢাকার কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কচুক্ষেতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনার বিষয়ে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এ ঘটনা ঘটলো। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এটা যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো ছক থেকে থাকে তাহলে বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই।

আজ সকালে কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামেন পোশাক শ্রমিকরা। এ সময় আন্দোলনরত পোশাক শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটেল নিক্ষেপ করেন এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। ঘটনার একপর্যায়ে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় কচুক্ষেতের মিলি সুপার মার্কেট এলাকায় আন্দোলনরত দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।