মিরসরাইয়ে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫:২৩ এএম, ২০ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের মিরসরাই পৌরসভায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারারা হলেন মিরসরাই পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরেরজমা (৫২), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাবেদ (৩৪), ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর হোসেন (৩২) ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন বাচ্চু (৪২)।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আন্দোলনকে সমর্থন দিয়ে মিরসরাই পৌরসভার বেশ কয়েকজন ফেসবুক প্রোফাইলে লাল ছবি দিলে গ্রেফতার আসামিরা তাদের ওপর হামলা ও নানাভাবে হয়রানি করার অভিযোগে গত ৬ অক্টোবর মিরসরাই থানায় ভুক্তভোগী এমরান হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, লিখিত অভিযোগ ও উপযুক্ত তথ্যের ভিত্তিতে আসামিদের আটক করে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এমএমডি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।