মধ্যরাতে শেখ হাসিনার নামে স্লোগান, ছাত্রলীগের চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকার পতনের প্রায় আড়াই মাস পর চট্টগ্রামে মধ্যরাতে মুখোশ পরে মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের অনেকের কাছেই সে সময় অস্ত্র ছিল। এসব অভিযোগে ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টেবার) নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘শুক্রবার (১৮ অক্টোবর) রাত থেকে টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি পর্যালোচনা করে দেখা গেছে মিছিলকারীরা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় তারা সেটা প্রতিহত করার নামে হামলা-আক্রমণ, গোলাগুলি করেছিল। তাদের অনেকের বিরুদ্ধে এ সংক্রান্ত মামলাও আছে। সর্বশেষ মিছিলের ঘটনায় আমরা মোট চারজনকে গ্রেফতার করেছি। এর মধ্যে তিনজন সরাসরি মিছিলে ছিল। তাদের আগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

এদিকে শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের জামালখানে পতিত স্বৈরাচারের পক্ষে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ থেকে হাসিনার নামে স্লোগানধারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।

কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা এখনও গ্রেফতার হয়নি। আমরা জানতে চাই, গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো কীভাবে ঘোরাফেরা করে? সেই খুনিরা, যারা পরিকল্পিতভাবে ছাত্র-জনতার ওপর হামলা করেছে, গুলি করেছে, তারা এখনো গ্রেফতার হলো না কেন? যারা গত রাতে চট্টগ্রামের মাটিতে খুনি হাসিনার নামে স্লোগান দিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, ছাত্র-জনতা ঘুমিয়ে গেছে তাহলে ভুল করবেন। আমরা রাজপথ থেকে এসেছি, বানের জলে ভেসে আসিনি। খুনি হাসিনার নামে যারা স্লোগান দিয়েছে তাদের গ্রেফতার করুন, নয়তো কোতোয়ালি, পাঁচলাইশ, চকবাজার থানার ওসিকে চলে যেতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে সিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে।’

রাসেল আহমেদ আরও বলেন, ‘এ বাংলার জমিনে আমরা খুনি হাসিনার নামে আরও কোনোদিন স্লোগান শুনতে চাই না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের খুনিদের গ্রেফতার করুন। না পারলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।’

এএজেড/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।