ময়মনসিংহে বিএনপির তিন কমিটি বিলুপ্ত
ময়মনসিংহ দক্ষিণ জেলার গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে ময়মনসিংহ দক্ষিণ জেলার গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পরে বিলুপ্ত তিনটি ইউনিটের নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কেএইচ/এমআরএম