১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন আজ
আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরসহ দীর্ঘ ১৯ বছর প্রকাশ্যে সম্মেলন করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এবার ছাত্র-জনতার অভ্যুত্থানে পটপরিবর্তনের পর আজ প্রকাশ্যে রুকন সম্মেলন করছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।
রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এ সম্মেলনেই নির্বাচন করা হবে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির। মহানগর উত্তরের রুকনরা তাদের গোপন ভোটে মহানগর উত্তরের নতুন আমির নির্বাচন করবেন। তবে দলীয় নিয়ম অনুযায়ী, কেউ আমির পদে নিজে থেকে প্রার্থী হবেন না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রুকনরা পছন্দের নেতার নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলবেন। মহানগর উত্তরের আমির নির্বাচনে ১০ হাজারের বেশি রুকন এতে অংশ নেবেন। সর্বোচ্চ যিনি ভোট পাবেন, তিনি আমির হিসেবে নির্বাচিত হবেন।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এর আগে সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অবিভক্ত ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এএএম/এমএইচআর/জেআইএম