চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের শান্তি মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১০ অক্টোবর ২০২৪

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলা মোটর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ৩৫নং ওয়ার্ড যুবদল মিছিলের আয়োজন করে।

স্থানীয় যুবদল আহ্বায়ক ফেরদৌস আহমেদ সায়মনের নেতৃত্বে মিছিলে অন্যদের মধ্যে যুবদল নেতা কামরুল ইসলাম, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ মিঠুন, রিপন ভূঁইয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলা মোটর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মগবাজার মোড় পার হয়ে শাহ সাহেব মাজারের কাছে গিয়ে মিছিলটি শেষ হয়।

কেএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।