মঞ্জুরুল ইসলাম

ছাত্রশিবিরের কর্মীরা যোগ্যতা দিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৪ অক্টোবর ২০২৪

ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চ দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর পল্লবির ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সংগঠনটির মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি হাফেজ আবু তাহেরের সঞ্চালনায় ও সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং ঢাকা অঞ্চল পশ্চিমের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ।

এছাড়া শাখার অন্যান্য নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

এএএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।