কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের নাগরিক সমাবেশ রোববার


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৫ মে ২০১৬

১৪ দলের উদ্যোগে আগামী রোববার (৮ মে) নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল  ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৪ দলের দফতর সমন্বয়ক মৃণাল কান্তি দাষ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাগরিক সমাবেশে ছাত্র, শিক্ষক, যুবক, কৃষক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তবুদ্ধি চিন্তার সকল শ্রেণীপেশার জনগণকে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম আহ্বান জানিয়েছেন।

এএসএস/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।